প্রকাশিত: Wed, Apr 12, 2023 4:33 AM
আপডেট: Mon, Jan 26, 2026 2:05 AM

কুয়েতে খবর পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকা

সাজ্জাদুল ইসলাম: কুয়েতের একটি সংবাদমাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করেছে এক ভার্চ্যুয়াল সংবাদ পাঠিকা। ফেদা নামের এই সংবাদ পাঠিকাকে দেখা গেছে কুয়েত নিউজের ওয়েবসাইটে। সাদা টপসের ওপর কালো কোট জ্যাকেট পরা ভার্চুয়াল সংবাদ পাঠিকার মাথায় হাল্কা সোনালী চুল। আল-জাজিরা

বিশুদ্ধ আরবিতে এই সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, আমি ফেদা, কুয়েত নিউজে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করা কুয়েতের প্রথম সংবাদ উপস্থাপিকা। কোন ধরনের সংবাদ আপনারা পছন্দ করেন? এখন আপনাদের মতামত শোনা যাক।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুয়েত টাইমস উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক। ২০২২ সালে পত্রিকাটি কুয়েত নিউজের সঙ্গে একীভূত হয়। পত্রিকাটি ও ওয়েবসাইটটির ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফতাইন বলেন, পাঠক ও দর্শকদের নতুন ও উদ্ভাবনী কিছু দেয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষারই অংশ এই উদ্যোগ। 

আবদুল্লাহ আরো বলেন, ভবিষ্যতে ফেদা কুয়েতি উচ্চারণ আত্মস্থ করতে পারবে এবং ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে সংবাদ উপস্থাপন করতে পারবে। 

তিনি বলেন, ফেদা একটি জনপ্রিয় পুরোনো কুয়েতি নাম যার অর্থ রুপা। আমরা সবসময় রোবটকে রূপালি এবং ধাতব রঙের কল্পনা করি। তাই আমরা এখানে দুটিরই সমন্বয় ঘটিয়েছি। এই সংবাদ পাঠিকার স্বর্ণকেশী চুল এবং হালকা রঙের চোখ তেল সমৃদ্ধ দেশটির কুয়েতি ও অভিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যকেই প্রতিফলিত করে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব